আনন্দপুর অগ্নিকাণ্ডে কত জন হারিয়ে গেলেন? কোথায় গাফিলতি ছিল? কত দিনে প্রিয়জনদের মৃত্যু সংবাদ নিশ্চিত জানবেন পরিবারের মানুষ? প্রশ্ন বিস্তর। উত্তর কবে মিলবে তাও জানা নেই। তবে এলাকার চেনা মানুষেরা যেন জানেনই, চেনা মুখগুলোর সঙ্গে আর দেখা হবে না, কোনও দিনই।