সম্প্রতি মহারাষ্ট্রের রাজনীতিতে হাতে হাত মিলিয়েছিলেন উদ্ধব ও রাজ ঠাকরে। শরদ পওয়ার ও অজিতের কাছাকাছি আসার জল্পনাও জোরালো হচ্ছিল। বদলের ইঙ্গিত মিলেছিল মারাঠাভূমের রাজনৈতিক সমীকরণে। এমনকি অজিতকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবেও দেখার কথা ভাবা হচ্ছিল। দুর্ঘটনায় অজিতের মৃত্যুতে তাই জেগেছিল নানা রাজনৈতিক জল্পনা। তবে সে সবে ইতি টানলেন খোদ শরদ পওয়ার।