মণ্ডপ জুড়ে স্বস্তিক, মঙ্গল ঘট। পুজোর আমেজে মেতে উঠেছে হাজরার একাত্তর বছরের এই পুরনো পুজো।
প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১৮:০৬
Share:
Advertisement
একাত্তর বছরে পা রাখল হাজরা বালক সঙ্ঘ। পুজো মণ্ডপ জুড়ে মঙ্গল চিহ্ন। পুজো উদ্যোক্তাদের মতে, এই পুজোয় আড়ম্বর না থাকলেও পাড়ার সকলের আন্তরিকতা আছে। ভোগ থেকে পুজোর আয়োজন সবেতেই গোটা পাড়ার মানুষজন এগিয়ে আসেন