জঙ্গলমহলের আদিবাসী কন্যা ছোটবেলা থেকেই খেলাধুলোয় মত্ত। পরিবারের ওজরআপত্তি গায়ে না মেখে রেফারি হয়েছেন। পৌঁছে গিয়েছেন জাতীয় স্তরে। পাশাপাশি পড়াশোনাও চলছে। অনায়াসে ড্রিবল করে যাচ্ছেন সব চ্যালেঞ্জ। আনন্দবাজার ডট কম-এর ‘দশের দুর্গা’ রাজশ্রী হাঁসদা।