একশোর বেশি পুজো একসঙ্গে, কার্নিভালের জন্য কতটা প্রস্তুত রেড রোড
কার্নিভালের জন্য তৈরি রেড রোড। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রায় ৫০০০ পুলিশকর্মী মোতায়েন থাকবে।
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ২১:০০
Share:
Advertisement
দুর্গাপুজো শেষ। কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে।
সেজে উঠেছে রেড রোড। নয়টি জ়োনে ভাগ করা হয়েছে রেড রোডকে। এ বার ১১৩টি পুজো কমিটি
যোগ দেবে কার্নিভালে। কী কী বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ?