এ দেবী আঁধারের সঙ্গে লড়াই করে বিজয়ী হয়েছেন। যে হাসপাতালের ওয়ার্ডে আবাসিক হিসাবে দিন কেটেছে এক সময়, এখন সেখানেই ধোবিঘরের সুপারভাইজ়ার। ববিতা ফের স্বপ্ন দেখা শুরু করেছেন। পাভলভ হাসপাতালের অন্য আবাসিকদের কাছে তিনি এখন উদাহরণ। আনন্দবাজার ডট কম-এ ববিতা দেবীর গল্প।