তিন শতকের পুরনো পুজো। ‘কালীকা পুরাণ’ মতে আরাধনা। তবে কালে কালে শাক্ত-বৈষ্ণব মতের মেলবন্ধন পাথুরিয়াঘাটা ‘হরকুটির’-এ।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫০
Share:
Advertisement
শাক্ত-বৈষ্ণব মতের মিলনের সাক্ষ্য বহন করছে পাথুরিয়াঘাটার রায়-বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। এখানে এসে প্রতিমা দেখে সমাধিস্থ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। বহু সাধক এসেছেন এ বাড়ির পুজোয়। সেই ইতিহাস মনে রেখেই আধুনিক যুগে জারি বনেদিয়ানার উদ্যাপন।