Bagbazar Sarbajanin Durgotsav
‘যেতে নাহি দিব হায়’, দশমীর বিদায়বেলায় সিঁদুরে পানপাতায় দুর্গাবরণ বাগবাজার সর্বজনীনে
দশমীর দুপুরে বাগবাজার সর্বজনীনের পুজোমণ্ডপে সিঁদুরখেলার ভিড়।
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৪:৩৪
সাবেক প্রতিমার টানে দূর থেকে ছুটে আসেন মানুষ। এখানে থিমের ঝলকানি নেই, আছে ঐতিহ্যের দীপ্তি। এ বার বিদায় জানানোর পালা। দশমী বেলায় বাগবাজার সর্বজনীনে প্রতিমাবরণ আর সিঁদুরখেলার ভিড়।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)