নয়টি গাছ। দেবী দুর্গার ন’টি রূপের প্রতীক। একত্রে নবপত্রিকা। বাঙালির চলতি কথায় ‘কলাবউ’। সপ্তমীর সকালে তিথি মেনে হাটখোলা দত্ত বাড়িতে হল নবপত্রিকা স্নান। নেতাজির মামার বাড়ি হওয়ার সুবাদে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যোগ এই পুজোর। আজও পুজো শেষে গাওয়া হয় ‘বঙ্গ আমার জননী আমার’।