Eid-ul-Fitr 2024

‘নো এনআরসি, নো ক‍্যা, নো সিভিল কোড’, রেড রোডের নমাজ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

“ফাইট বিজেপির সঙ্গে। একটা ভোটও যেন অন্য কোথাও না যায়।” লোকসভা নির্বাচনের আগে রেড রোডে ইদের নমাজ শেষে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৫:১৬
Share:
Advertisement

প্রতি বছর ইদের সকালে নমাজের জন্য রেড রোডে জড়ো হন বহু মানুষ। এ বারেও সেই চেনা ছবি। তবে এ বারের রেড রোডের নমাজ বোধহয় একটু আলাদা। আর সপ্তাহখানিক বাদেই লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এ বার রেড রোডের নমাজ প্রাঙ্গণে তাই মিশল রাজনীতির চড়া সুর। প্রতি বারই ইদের সকালের নমাজ শেষে রেড রোডে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারে তাঁকে সঙ্গ দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডের মঞ্চ থেকে ফের সিএএ, এনআরসি নিয়ে সুর চড়ালেন মমতা। তাঁর বক্তব্যে উঠে এল অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গও। ইদের সকালে মমতার বক্তব্য, “ফাইট বিজেপির সঙ্গে। একটা ভোটও যেন অন্য কোথাও না যায়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement