Elon Musk Political Party
ইলন মাস্ক একা নন, দ্বিদলীয় আমেরিকায় নতুন দল গড়েছেন অনেকেই, সফল হয়েছেন কি?
দ্বিদলীয় আমেরিকায় তৃতীয় দল গড়ার ইতিহাস বেশ পুরনো। সেই অতীতে নাম রয়েছে বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্টেরও।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ২০:৫১
আগেই নতুন দল গড়ার কথা বলেছিলেন। প্রতিশ্রুতি মতোই ‘আমেরিকা পার্টি’ প্রতিষ্ঠার কথা ঘোষণা ইলন মাস্কের। সেই দলের গুরুদায়িত্বে এক ভারতীয়। কী বলছেন মাস্কের প্রাক্তন বন্ধু ডোনাল্ড ট্রাম্প? এর আগে কে, কবে আমেরিকায় তৃতীয় দল গঠন করেন? আজকের রিপাবলিকান প্রেসিডেন্টের নামও জড়িয়ে আছে তৃতীয় দল গঠনের ইতিহাসে।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)