শিরোনামে পাকিস্তানের জাফর এক্সপ্রেস। গত ২৪ ঘন্টায় যে ট্রেনটি সবচেয়ে আলোচিত বিষয়। অতীতে বহু বার বালোচ বিদ্রোহীদের নিশানায় ছিল এই জাফর এক্সপ্রেস। যদিও এটাই প্রথম নয়। কারা রয়েছেন এই বালোচিস্তান লিবারেশন আর্মির নেতৃত্বে? কী তাঁদের দাবি? কেন বার বার নিশানা করা হয় এই জাফর এক্সপ্রেসকেই? পাকিস্তানে ট্রেন হাইজ্যাক করে শতাধিক সেনা, পুলিশ-সহ আইএসআই-এর কর্মীকে পণবন্দি করে বালোচ বিদ্রোহীরা। পাক প্রশাসনকে ডেডলাইনও বেঁধে দেওয়া হয়। বিদ্রোহীদের হুঁশিয়ারির মুখে চিনা প্রেসিডেন্ট শি জিংপিং। যদিও এখানেই শেষ নয়, লড়াই চলবে, বলছেন বালোচিস্তানের বিদ্রোহীরা।