বিরানব্বইয়ের ভারত পেয়েছিল আর্থিক সংস্কারের পর প্রথম ‘মনমোহিনী’ বাজেট; আর শাহরুখ খান। ১৯৯৫-এ এল শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। আসা, দেখা এবং জয় করা। রাজ-সিমরনের ভালবাসার কাহিনিতেই যেন সেদিন উপশম খুঁজেছিল দেশ। তিন দশক পেরিয়ে সেই ‘ম্যাজিক’ এখনও অটুট।