সময় বদলেছে, পালটে গিয়েছে লাইফস্টাইল। খাওয়া কিংবা ঘুম, সবই অসময়ে এবং অনিয়ন্ত্রিত। গোদের উপর বিষফোড়া মোবাইল ফোন। নানা ভাবেই তা প্রভাব ফেলছে প্রজনন-স্বাস্থ্যে। অবস্থা এমন যে, ২০৪০-এর মধ্যে ৫০ শতাংশ পুরুষ বন্ধ্যত্বের কবলে পড়তে পারেন জানাচ্ছেন চিকিৎসক। এ থেকে মুক্তি কী ভাবে? উপায় বাতলালেন স্ত্রীরোগ ও ফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. অরিন্দম রথ।