Hilsa Fish

ডায়মন্ড হারবারে উঠল মরসুমের প্রথম ইলিশ, চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে

মৎস্যজীবীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এই বছর‌ অনেক বড় ইলিশ পাওয়া গেল

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১৭:৫৫
Share:
Advertisement

উত্তরে বৃষ্টির লাল সতর্কতা। দক্ষিণের কপালে ছিটেফোঁটা। বর্ষায় যদি বৃষ্টি না থাকে তবু মেনে নেওয়া যায়, কিন্তু বাঙালির পাতে ইলিশ না পড়লে সে দুঃখ সহ্য করা কঠিন। বর্ষা মানেই ‘রুপোলি শষ্য’। ডায়মন্ড হারবারে উঠল মরসুমের প্রথম ইলিশ। গত দুদিনে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে প্রায় ৮০ টন ইলিশ ঢুকেছে বলে জানান মৎস্যজীবীরা। গত দুমাস গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর গত এক মাস মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেও সেভাবে জালে ইলিশের দেখা মেলেনি। ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছিল মৎস্যজীবী থেকে আড়ৎদারদের। এবার জালে ইলিশ পড়ায় আশার আলো দেখছেন তাঁরা। তবে জালে ইলিশ ধরা পড়লেও দাম খুব একটা যে কমবে না তাও জানান আড়ৎদারেরা। ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার ইলিশের পাইকারি দর চলছে কেজি প্রতি ৭০০ টাকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement