আকাশছোঁয়া খাবারের দাম। ইজ়রায়েলি যুদ্ধবিমানের নিশানা এড়াতে পারলেও প্যালেস্টাইনিদের জন্য ওত পেতে রয়েছে খিদের ভুবন। আর এর মধ্যেই আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে ইজ়রায়েল। ‘গোটা গাজ়া শহরের দখল চাই’। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে তাঁবুতে ভিড় বাড়াচ্ছেন প্যালেস্টাইনিরা।