বোমার আঘাতে ছিন্নভিন্ন শৈশবের সারল্য। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য তরুণ-তরুণীর স্বপ্নেরা। প্রায় দু’বছর ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত নারী এবং শিশুরা। সাবা হামাদ যেমন। ইজ়রায়েলি বোমায় গুঁড়িয়ে গিয়েছে সাবার বাড়ি। গোটা শরীরটাই চাপা পড়েছে বালি, পাথরের নিচে। জেগে রয়েছে শুধু সাবার মুখ। সাবাই যেন আজকের প্যালেস্টাইনের মূর্ত প্রতীক।