Gaza

‘হলুদ লাইন’ চোখ রাঙাচ্ছে, পালাতে পালাতে ক্লান্ত গাজ়ার মানুষ, ওয়েস্ট ব্যাঙ্কে তছনছ অলিভের বন

ইজ়রায়েলের ‘ইয়েলো লাইন’ পেরোনো বারণ। গাজ়ার বাসিন্দাদের সামনে নতুন সংকট।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৫:৫৮
Share:
Advertisement

বিধ্বস্ত গাজ়াকে যেন শ্বাস নেওয়ার অবকাশ দিয়েছে যুদ্ধবিরতি। তবু, জীবনে ফেরার রাস্তা কিছুতেই যেন পুরোপুরি শঙ্কামুক্ত নয়। যুদ্ধ থামলেও তাই ঘরে ফেরার স্বপ্ন মুলতুবি রাখতে হচ্ছে গাজ়ার বহু মানুষকে। কেননা চোখ রাঙাচ্ছে অদৃশ্য এক ‘ইয়োলো লাইন’। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, এই সীমানার ও পারে আছে ইজ়রায়েলের সেনা। এ পারে তথাকথিত মুক্ত গাজ়া। তবে অনেকেরই ঘরবসত এই সীমানা পেরিয়ে। সেখানে ঘুরছে সেনার সাঁজোয়া। একটু এদিক-ওদিক হলেই প্রাণ সংশয়।

ভয় এড়িয়ে পালাতে পালাতে তাই ক্লান্ত গাজ়ার মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement