‘৪৬-এর সাম্প্রদায়িক হিংসার সঙ্গে যুক্ত মস্তানদের পরে কাজে লাগায় রাজনৈতিক দলগুলো’
১৯৪৬-এর অগস্টে মৃতদেহ সৎকার করার লোক পাওয়া যাচ্ছিল না, জানাচ্ছেন গবেষক সুজিত রায়।
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১১:৪৯
Share:
Advertisement
১৯৪৬-এর হিংসা। একেক সম্প্রদায়ের দখলে কলকাতা এক-একটা গলি। সেই মারণযজ্ঞে নেতৃত্ব দেন দু’সম্প্রদায়ের মস্তানেরাই। গোপাল পাঁঠার মতো আরও অনেক নাম পাওয়া যায় দলিল দস্তাবেজে।