CV Ananda Bose

হিংসা ঠেকাতে রাজ্যপালের পদক্ষেপ, অশান্তির অভিযোগ জানাতে খোলা হল ‘শান্তিকক্ষ’

পঞ্চায়েত ভোটে হিংসা রুখতে পদক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে খোলা হল ‘শান্তিকক্ষ’।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৯:০৫
Share:
Advertisement

হাতাহাতি। লাঠালাঠি। বোমাবাজি। গুলি। রক্তারক্তি। নির্বাচনের দামামা বাজতেই ফিরল সন্ত্রাসের সেই পুরনো ছবি। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই শাসক-বিরোধী সংঘর্ষ হল, মৃত্যু দেখল উত্তর দিনাজপুরের চোপড়া, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। উত্তপ্ত হল ক্যানিং-সহ রাজ্যের একাধিক এলাকা। বিরোধীদের অভিযোগ, শাসকের সন্ত্রাসে প্রহসনে পরিণত হয়েছে মনোনয়ন পর্ব। উঠছে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগও। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকা পরিদর্শন করে এসে নিজেই পদক্ষেপ করলেন রাজ্যপাল। সিভি আনন্দ বোসের নির্দেশে রাজভবনে খোলা হল ‘শান্তিকক্ষ’। রাজ্যপালকে সরাসরি অভিযোগ জানাতে খোলা হল হেল্প ডেস্ক। মেল করেও রাজ্যের সাংবিধানিক প্রধানকে নিজের অভিযোগ জানানো যাবে। শনিবার রাজভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সকল অভিযোগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেবেন রাজ্যপাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement