পুজোর কথা ভেবেই ২২ সেপ্টেম্বর থেকে চালু জিএসটি-র নতুন সংস্করণ, বললেন নির্মলা সীতারমণ।
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৭
Share:
Advertisement
কর-কাঠামোকে সরল করতে নতুন বিন্যাস পণ্য ও পরিষেবা করে। করের একাধিক ধাপ কমিয়ে দু’টি ধাপে নামিয়ে আনা হয়েছে। সে সুবিধা সারা দেশের মানুষই পাবেন। তা হলে বাংলার জন্য আলাদা কী সুবিধা বরাদ্দ? তারই খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।