গাজ়ায় শান্তি ফেরাতে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েল তাতে সম্মতি জানালেও গাজ়ার প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস চুপই ছিল। অবশেষে ট্রাম্পের শর্তে আংশিক রাজি হয়েছে হামাস। তবে বেশ কিছু কিন্তুও রয়ে গিয়েছে। কোথায় কোথায় কাঁটা রয়ে গেল? গাজ়ায় কি শান্তি ফিরবে?