কলেজে ভর্তি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেবে কৃত্তিম বুদ্ধিমত্তা বীণা
কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি সংক্রান্ত সমস্যার সমাধানে ই-মেল মারফত শিক্ষা দফতরকে প্রশ্ন করা যেতে পারে। দেওয়া রয়েছে হেল্পলাইন নম্বর।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৭:২৬
Share:
Advertisement
কলেজে ভর্তির জন্য এবার এআই চ্যাটবটের সাহায্য পাবে পড়ুয়ারা। wbcap.in পোর্টাল খোলার পর
ডানদিকে নীচে কোণে একটি ছোট আইকন রয়েছে। যেখানে চ্যাট করে পাওয়া যাবে ভর্তি
সংক্রান্ত সব প্রশ্নের উত্তর। সেখানে নিজের মোবাইল নম্বর দিলেই শুরু করা যাবে
চ্যাট।