‘গড়পারের মানুষ, হিন্দি কি কেউ সাধে বলে নাকি!’ বলেছিলেন জটায়ু। সাধ করে দেশের মানুষ হিন্দি না বলতে চাইলেও, নানা সময় চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ত্রিভাষা নীতির সূত্রে কেন্দ্র যে আদতে ঘুরপথে হিন্দির আগ্রাসনকেই মদত দিচ্ছে, তা নিয়ে সরব হয় দক্ষিণের রাজ্যগুলো। হিন্দির আধিপত্য নিয়ে বিভিন্ন সময়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে হিন্দি নিয়ে বিজেপিকে সবচেয়ে বড় ধাক্কা খেতে হল মহারাষ্ট্রে। ডাবল ইঞ্জিনের সরকারও হিন্দি-গাড়ি চালাতে সক্ষম হল না। বরং পিছু হটতে বাধ্য হল দেবেন্দ্র ফডণবীসের সরকার। প্রত্যাহার করে নেওয়া হল স্কুলে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার নির্দেশিকা।