দুয়ারে বসন্ত উৎসব। রঙের খেলায় মেতে ওঠার দিন। জোর কদমে চলছে বিকিকিনি। পাইকিরি দরে রং বিকোচ্ছে বড়বাজারের ক্যানিং স্ট্রিটে । রঙের সঙ্গেই নজর কাড়ছে নানান রকম পিচকারি, মুখোশ আর চশমা। ৫ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার রং হাজির বাজারে।