১৯৮৩ আর ২০২৫ মিলেছে প্রায় এক বিন্দুতে। পুরুষ ও মহিলা ক্রিকেটের মাইলফলক। কপিলদেবের বিশ্বকাপ জয় বদলে দিয়েছিল দেশের ক্রিকেট-সংস্কৃতি। স্মৃতি-জেমাইমারা জানেন ক্রিকেট ভারতে ধর্মের মতোই। তাঁদের বিশ্বকাপ জয় তাই নতুন মুহূর্তের জন্ম দিয়েছে। আইসিসি জানিয়েছে মহিলা ক্রিকেটের আগামী বিশ্বকাপে থাকবে দশটি দল। তথ্য বলছে, দর্শকের সংখ্যাতেও রেকর্ড গড়েছে মহিলা ক্রিকেট। রিচাদের সাফল্যই যেন তৈরি করছে ভবিষ্যতের রুট-ম্যাপ।