রাস্তায় চলছে নৌকা। অভিনব দৃশ্য বিহারে। তবে ভোটের বিহারে তা প্রতিবাদ। দ্বারভাঙ্গায় জল জমার প্রতিবাদে পথে নেমেছে বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি দলের নেতারা। ভোটের মুখে বিহারের স্থানীয় সমস্যাগুলো ক্রমশ সামনে আসছে। জঙ্গলরাজ বনাম সুশাসনের দ্বন্দ্ব পেরিয়ে নাগরিক অসুবিধা নিয়ে সোচ্চার হচ্ছেন মানুষ। তারই সাক্ষী থাকল দ্বারভাঙ্গা।