এর আগে একাধিক বার কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক। কিন্তু এ বারের ভারত-পাক সংঘর্ষ এর্ডোগানের দেশের প্রতি ভারতে জনরোষ তৈরি করেছে। একাধিক মহল থেকে তুরস্ক এবং তার পণ্য বয়কট করার দাবি উঠছে। অভিযোগ, তুরস্কের ড্রোন ব্যবহার করেই ভারতে হামলা চালায় পাকিস্তান। এই আবহেই, পাকিস্তানের ‘বন্ধু’ দেশের প্রতি কড়া বার্তা দিল ভারতের বিদেশ মন্ত্রক।