কেমন ছিল শেফালির শেষ কয়েক ঘণ্টা? ‘কাঁটা লাগা’ গার্লের হঠাৎ মৃত্যু কোন প্রশ্ন উসকে দিল
মানুষ অমরত্বের খোঁজে কি নিজের বিপদ নিজেই ডেকে আনছে? শেফালিও কি সেই একই বিপদের শিকার?
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৯:০১
Share:
Advertisement
খাবারে সংক্রমণ? না কি উপোস করা অবস্থায় ইঞ্জেকশন? আসলে কী হয়েছিল শেফালির? পাঁচজন চিকিৎসকের দল শেফালির ময়না তদন্তের দায়িত্বে, প্রোটোকল অনুযায়ী করা হয়েছে প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিংও। শীঘ্রই জানা যাবে মৃত্যুর আসল কারণ।