দমদার অ্যাকশন, ঝকঝকে গ্রাফিক্স, হৃতিক-এনটিআর দ্বৈরথ আর কিয়ারা আডবাণীর মোহময় চাহনি, সবমিলিয়ে জমজমাট প্যাকেজ। ভারত-পাক সংঘাতের আবহে মুক্তি পেলো অ্যাকশন ড্রামা ‘ওয়ার ২’-র টিজ়ার। মুক্তি পেতেই সমাজমাধ্যমে ট্রেন্ডিং অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। হু হু করে সমাজ মাধ্যমে শেয়ার হচ্ছে এই টিজার।