ইরান-ইজ়রায়েল সংঘাতে সমদূরত্বের অবস্থান ভারতের। চিনে সাংহাই কো-অপারেশন অর্গানেইজ়েশন-এর বৈঠকে ইজ়রায়েল-ইরান সংঘর্ষ সংক্রান্ত বিবৃতিতে সই করেনি ভারত। আরবের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরকারের উল্টো পথে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। “প্রয়োজনে ভারতকে সাহায্য করেছে। ইরান বহু দিনের পুরনো বন্ধু। সম্পর্ক খারাপ করা উচিত নয়,” পিটিআই-এর সাক্ষাৎকারে সাফ বললেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। সরাসরি ইজ়রায়েল বিরোধী অবস্থান নিয়ে হামিদ আনসারি বলেন, “যুদ্ধ ইজ়রায়েল-ই বাঁধিয়েছে। এই আগ্রাসন অনৈতিক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।”