বাংলা ছবির দর্শক বা গানপাগল বাঙালি, প্রিয় জুটির শীর্ষে জিৎ গঙ্গোপাধ্যায় এবং জ়ুবিন গার্গ। জিতের সুরে জ়ুবিনের কণ্ঠ, মানেই সেই গান হিট। ‘বোঝে না সে বোঝে না’ থেকে ‘মন মানে না’, ‘আয়না’ একের পর এক হিট গান তৈরি করেছেএই জুটি। জ়ুবিনের মৃত্যু এখনও মন থেকে মানতে পারছেন না সঙ্গীত পরিচালক। তিরিশ বছরের বন্ধুত্ব তাঁদের, গানে গল্পে প্রাণের বন্ধুর স্মৃতিচারণায় জিৎ গঙ্গোপাধ্যায়।