সিনেমার গান আর গাইবেন না অরিজিৎ সিংহ। সমাজমাধ্যমে তাঁর এই ঘোষণা মাত্র, যেমন বিস্ময়, তেমনই দীর্ঘশ্বাস। শ্রোতার হৃদয়ে তিনি রাজা। তবু সন্ন্যাসী রাজার মতোই যেন তিনি বলে উঠলেন, রাজা সাজতে তিনি আসেননি। যে তরুণ প্রজন্ম তাঁর গানেই খুঁজে পেয়েছে প্রেম-বিরহের আধুনিক মঙ্গলকাব্য, তারা কী ভাবে দেখছে তাঁর এই আচমকা নির্বাসন?