এশিয়া কাপের ভারত-পাক দ্বৈরথ ঘিরে ছিল রাজনৈতিক বিতর্ক। পহেলগাঁও হামলার পর কি আদৌ পাকিস্তানের সঙ্গে খেলা উচিত? রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল, রক্তপাত আর বিনোদন এক সঙ্গে চলতে পারে না। সেই বিতর্কের মাঝেই এল সূর্যকুমারদের জয়। অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারীদের জয় উৎসর্গ করেছেন অধিনায়ক। শ্রদ্ধা জানিয়েছেন পহেলগাঁও হামলায় নিহতদের প্রতিও।