১৯৮৩-র বিশ্বকাপ জয়ের প্রথম আলো কি ফিরিয়ে আনতে পারবেন ভারতীয় মহিলা ক্রিকেটারেরা? ইতিউতি ঘুরছিল এ প্রশ্ন। খোদ কপিলদেব অবশ্য তুলনায় নারাজ। বলেছিলেন, এই মেয়েরা ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তবু তুলনা থেকেই যায়। বিশ্বকাপের কাছে পৌঁছেও তো ফিরেছিলেন মিতালিরা। তবে লড়াইয়ে জুগিয়েছিলেন ইন্ধন। অবশেষে প্রথম বিশ্বকাপ। ভারতীয় মহিলা ক্রিকেটে নবজাগরণের ইতিহাস লেখা হল হরমনপ্রীতদের হাতে।