কখনও ফুল মার্কস, কখনও গোল্লা। ভোটারের মন বোঝার পরীক্ষা বুথফেরত সমীক্ষায়। শেষ দফার ভোট মিটলেই আঁক কষতে বসেন ভোটপণ্ডিতেরা।
পুরোদস্তুর না হলেও এগ্জ়িট পোলের আঁচ মেলে ১৯৫৭ সালে, দেশের দ্বিতীয় সাধারণ নির্বাচনে। আটের দশক থেকে ভারতীয় নির্বাচনে বুথফেরত সমীক্ষার রেওয়াজ মোটের উপর পাকা হয়ে যায়। তবে, ভোটের হাওয়া কি সব সময় বুঝে উঠতে পারে এগ্জ়িট পোল?