Exit Poll

ভোটের গণিতে গরমিল, কোন কোন ক্ষেত্রে ডাহা ফেল করেছিল বুথফেরত সমীক্ষা?

বিহার নির্বাচনের বুথফেরত সমীক্ষায় মোদী-নীতীশ জোটের প্রত্যাবর্তনের ইঙ্গিত। কোন কোন বার ভোটের গণিতে ভুল করেছিল এগ্‌জ়িট পোল?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৮:০৪
Share:
Advertisement

কখনও ফুল মার্কস, কখনও গোল্লা। ভোটারের মন বোঝার পরীক্ষা বুথফেরত সমীক্ষায়। শেষ দফার ভোট মিটলেই আঁক কষতে বসেন ভোটপণ্ডিতেরা।

পুরোদস্তুর না হলেও এগ্‌জ়িট পোলের আঁচ মেলে ১৯৫৭ সালে, দেশের দ্বিতীয় সাধারণ নির্বাচনে। আটের দশক থেকে ভারতীয় নির্বাচনে বুথফেরত সমীক্ষার রেওয়াজ মোটের উপর পাকা হয়ে যায়। তবে, ভোটের হাওয়া কি সব সময় বুঝে উঠতে পারে এগ্‌জ়িট পোল?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement