১৯৪৮ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ইজ়রায়েল। ইরানই একমাত্র মুসলিম-প্রধান রাষ্ট্র যারা ইজ়রায়েলকে স্বীকৃতি দেয়। সত্তরেদ দশকে একে অপরের বন্ধুয় ইরানের গুপ্তচর সংস্থাকে প্রশিক্ষণ দেয় মোসাদ। তেহরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পও গড়ে ওঠে ইজ়রায়েলি সহায়তায়। কবে, কী ভাবে দু’দেশের বন্ধুত্ব শত্রুতায় বদলে গেল?