লেবাননে কি আরও এক বার যুদ্ধে নামবে ইজ়রায়েল? পশ্চিম এশীয় রাজনীতির পণ্ডিতদের একাংশের আশঙ্কা তেমনই। ২০২৬ সালে ইজ়রায়েলে নির্বাচন। নেতানিয়াহুর অতি-দক্ষিণপন্থী জোট সরকারের ভোট প্রচারে বাড়তি সুবিধা দিতে পারে আরও একটা আরব দেশের সঙ্গে যুদ্ধ। সদ্য গাজ়া সংঘর্ষ থেমেছে। এখনও যুদ্ধের ক্লান্তি ঝেড়ে উঠতে পারেনি নেতানিয়াহুর সেনা।