তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় মাথা ঘামাতে নারাজ খোদ প্রধান বিচারপতি। বরং মাকে তিনি বলেছেন, এ ঘটনা অগ্রাহ্য করাই ভাল। মানতে নারাজ তাঁর বোন। মুখ খুলেছেন দু’জনেই। ঘটনার ছায়া গিয়ে পড়েছে বিহার নির্বাচনেও। দলিত বলেই এমন ঘটনার মুখোমুখি হতে হল তাঁকে, অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো।