বয়স বাড়তে থাকলে ডিম্বাণুর গুণমান কমতে থাকে। তাতে সন্তান ধারণে সমস্যা। আবার জন্মের পর সন্তান নানা অসুবিধায় পড়তে পারে। আজকাল অনেকেই চল্লিশ বছরে বিয়ে করছেন। তবে, সন্তান ধারণের পরিকল্পনা যদি থাকে তা হলে ‘এগ ফ্রিজ়িং’ করে রাখা জরুরি। আইভিএফ পদ্ধতির দ্বারস্থ হচ্ছেন বহু দম্পতি। তবে তার জন্য পরিকল্পনা ও প্রস্তুতি দরকার আগে থেকেই। এ বিষয়েই যাবতীয় গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ডাঃ অরিন্দম রথ।