যাদবপুরের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা’র বার্ষিক সভাকে কেন্দ্র করে ধুন্ধুমার। ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের। প্রথমে ধস্তাধস্তি, তারপর হাতাহাতি। ভাঙল গাড়ির কাঁচ। ঝড়ল রক্ত। পড়ুয়ার উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ সামনে রেখে বিক্ষোভে বাম। পাল্টা, আন্দোলনের নামে অভব্যতা এবং গাজোয়ারির অভিযোগ তুলে সরব তৃণমূলও। মন্ত্রী নিজে সাংবাদিক ডেকে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। শনিবার বিকেলে ওএটি’র সামনে ঠিক ঘটেছিল? মন্ত্রীর গাড়ির স্টিয়ারিংয়ে যার হাত আর ব্রেকে পা ছিল, সেই রেহান মোল্লা কী বলছেন? ব্রাত্য বসুর গাড়ির চালকের মুখোমুখি আনন্দবাজার অনলাইন।