টলিউডের নামী অভিনেতা গৌরব চক্রবর্তী। বাবা সব্যসাচী চক্রবর্তী তাঁর আদর্শ। চরিত্র নিয়েও নানা পরীক্ষা করা তাঁর পছন্দ, পরিবারকেও সমান গুরুত্ব দেন। ঘুরতে যেতে ভালবাসেন, সময় পেলেই স্ত্রী ঋদ্ধিমা ও ছেলে ধীরকে নিয়ে বেরিয়ে পরেন। বিবাহবার্ষিকী পালন করতে সদ্য সপরিবারে ঘুরে এলেন, ফুরফুরে মেজাজেই আনন্দবাজার ডট কমের সঙ্গে কাজ, পরিবার, পিতৃত্ব থেকে পরিচালনার ভাবনা, সব নিয়ে আড্ডা জমালেন নায়ক।