যাদবপুরে ঝিলে ডুবে ছাত্রীর মৃত্যু, ‘আর রাগ নেই, কথা নেই’, লিখলেন বিশেষ বন্ধু, তদন্তে পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২০
Share:
Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ছিল ড্রামা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্যাম্পাসের চার নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ হাতে পার্কিংয়ের সামনে ছোট স্টেজে বিকেল থেকে রাত পর্যন্ত চলে গানবাজনা। তার ঠিক বিপরীতেই ঝিলে পড়ুয়ার দেহ পড়ে থাকতে দেখে শুরু হয় শোরগোল। নিরাপত্তারক্ষীরা দেহ উদ্ধার করার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় পড়ুয়ার। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত পড়ুয়ার নাম অনামিকা মণ্ডল। তিনি ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। দেহ শনাক্ত করেছে পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement