আরজি কর থেকে কসবাকাণ্ড, ঘটনার নিখুঁত পুনর্নির্মাণ করতে বিশেষ প্রযুক্তির থ্রি ডি ক্যামেরা
থ্রি ডি ম্যাপিং কী? কসবাকাণ্ডে কেন ব্যবহার করা হল এই প্রযুক্তি?
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১০:০১
Share:
Advertisement
কসবা আইন কলেজের গণধর্ষণের ঘটনার পুননির্মাণে সাহায্য নেওয়া হল বিশেষ প্রযুক্তির। আরজি করের ঘটনার মতই কসবা কলেজে থ্রি ডি ম্যাপিং এর সাহায্যে ঘটনার পুননির্মাণ করা হয়। কী এই থ্রি ডি ম্যাপিং? তদন্তে কোন কাজে ব্যবহার হয় এই প্রযুক্তি?