বিপ্লবী ক্ষুদিরাম বসু। স্বাধীনতা আন্দোলনের অন্যতম বাঙালি মুখ। মাত্র আঠারো বছর বয়সে গলায় ফাঁসির দড়ি পরেন। ব্রিটিশ সংবাদপত্রে সে কথা ফলাও করে ছাপা হয়। গোল বেঁধেছে ছবিতে ক্ষুদিরাম আর বারীন ঘোষের নাম ব্যবহার করা নিয়ে। আর বিপ্লবী বারীন ঘোষ হয়ে গিয়েছেন বারিন্দর কুমার। প্রশ্ন উঠেছে এই তথ্য বিকৃতি কি ইচ্ছাকৃত?