Khidirpur Market Fire

খিদিরপুরে আগুন, দুর্গতদের ‘ধমক’ মমতার, আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

নতুন বিল্ডিং করে দেবে সরকার। দুর্গতদের ক্ষতিপূরণ সর্বোচ্চ ১ লক্ষ টাকা। ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২১:৩৭
Share:
Advertisement

খিদিরপুরে অরফ্যানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্গতদের প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টা পর মঙ্গলবার ঘটনাস্থলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় খিদিরপুর অরফ্যানগঞ্জ বাজার। ক্ষতিগ্রস্ত কম করে ১৩০০ দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত থেকে কাজে দমকলের ২০টি ইঞ্জিন। সোমবারই দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলর।

আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হবে বাজার। নতুন বিল্ডিং তৈরি করে দেবে সরকার। সঙ্গে দেওয়া হবে সর্বোচ্চ ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্গতদের ভয়, আগুনের নেপথ্যে অন্য কোনও দুরভিসন্ধি নেই তো? বাজার সরলেই হাতছাড়া হবে না তো জমি? শঙ্কা বিরোধী দলনেতার গলায়ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement