BJP Vice-President Candidate
‘তামিলনাড়ুর মোদী’ই পরের উপরাষ্ট্রপতি? বিজেপি প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে চেনেন?
রাজনীতিতে আসার আগে আরএসএস সদস্য। উপরাষ্ট্রপতি ভোটে এনডিএ-র প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল। তামিলনাড়ু ভোটের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত?
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ২১:২৩
রাজনীতিতে দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা। তামিলনাড়ু বিজেপি’র সভাপতির দায়িত্ব সামলেছেন বেশ কিছু বছর। কোয়েম্বত্তূর আসন থেকে সংসদেও গিয়েছেন। প্রশাসনে বিস্তর অভিজ্ঞতা। ধনখড়ের পদত্যাগের পর, উপরাষ্ট্রপতি পদের জন্য বিজেপি’র বাছাই সিপি রাধাকৃষ্ণণ।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)