মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়িয়ে দিলেন বিচারপতি সৌমেন সেন। কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণ প্রতি জেলায় পুলিশকর্মীর সংখ্যা কম। মুর্শিদাবাদেও পর্যাপ্ত পুলিশকর্মী নেই। যদি থাকত, তবে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হত।