আইএসসি পরীক্ষায় রেকর্ড নম্বর ৪০০ এ ৪০০ পেয়ে প্রথম কলকাতার মেয়ে সৃজনী।সেই মেয়েই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বৈষম্যবিরোধী ভাবনায় পদবি ত্যাগ করেছে সৃজনী। এই সিদ্ধান্তেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার। পহেলগাঁওয়ের ক্ষত এখনও টাটকা। অশান্ত মুর্শিদাবাদের ছবি ভোলার নয়। সন্ত্রাসী হামলায় নিহত লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশির চোখের জল শুকোয়নি। অথচ তিনিও সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার। হিংসা, হানাহানি, কুৎসার সমাজে সৃজনী, হিমাংশিরা আসলে আলাদা। তাঁরা ধর্ম, জাত, পদবি, গোত্র— এই সব বিভাজনের দূরে একাকী নজির হয়ে দাঁড়িয়ে। দাঁড়িয়ে এই জন্যই, কেউ কেউ হয়ত কোনও এক দিন তাঁদের দলে যোগ দেবেন।