Sky Lantern

উড়ে যায়, পুড়ে যায়, তবু কিছু মায়া রয়ে যায়, সেই টানেই এখনও ফানুস ওড়ান পঁচাত্তরের ‘তরুণ’

দাদা-মামার থেকে শিখেছিলেন। ফানুস তৈরির সেই ‘বিদ্যে’ আগামী প্রজন্মের হাতে তুলে দিতে চান প্রদ্যুৎ কুমার মল্লিক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১১:০২
Share:
Advertisement

ছোটবেলায় হাতেখড়ি। পঁচাত্তরেও সমান আগ্রহ। শরীরে জোর কমেছে। মনে উৎসাহ অফুরান। এখনও তাই কালীপুজো এলেই ফানুস গড়তে বসে পড়েন তিনি। ফানুস-শিল্প যেন মরে না যায়, এই তাঁর একান্ত প্রার্থনা। ফানুসকে ভালবাসা এই মানুষটির গল্পে মিলেমিশে শখ আর শিল্পের যুগলবন্দি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement