ছোটবেলায় হাতেখড়ি। পঁচাত্তরেও সমান আগ্রহ। শরীরে জোর কমেছে। মনে উৎসাহ অফুরান। এখনও তাই কালীপুজো এলেই ফানুস গড়তে বসে পড়েন তিনি। ফানুস-শিল্প যেন মরে না যায়, এই তাঁর একান্ত প্রার্থনা। ফানুসকে ভালবাসা এই মানুষটির গল্পে মিলেমিশে শখ আর শিল্পের যুগলবন্দি।